হার না মানা উক্তি সমূহ: দুর্জয় মনোভাব গড়তে ৩০টি শক্তিশালী উক্তি

ম্যান্ডেলা উক্তি
হার না মানা উক্তি সমূহ আপনাকে হার না মানা দুর্জয় মনোভাব গঠনে সাহায্য করবে। এই মনোভাব মানে কোনওকিছুতেই থেমে না যাওয়ার মনোভাব। সামনে যত বাধাই আসুক একজন হার না মানা মনোভাবের মানুষ সব তুচ্ছ করে সাফল্যের দিকে এগিয়ে যায়। এই মনোভাব গড়ে তোলার জন্য প্রয়োজন দারুন আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা।
একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কিছুই অসম্ভব মনে হয় না। নামকরা সফল উদ্যোক্তা ও বেস্ট সেলিং লেখক টনি রবিন্স এর উক্তি: “একজন মানুষের সাফল্যের পেছনে তার মানসিকতার কৃতিত্ব ৮০ %।” তাহলে বুঝতেই পারছেন, জীবনে বড় কিছু করার জন্য হার না মানা আত্মবিশ্বাস কতটা প্রয়োজন।
আপনার মধ্যে যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে, বা নিজের লক্ষ্যটিকে খুব বেশি বড় মনে হয়, তবে মনে রাখবেন, যে বিশ্বাস করতে পারে, সে অর্জন করতে পারে। স্টিভ জবস একবার উক্তি করেছিলেন, “যারা পৃথিবীকে বদলানোর চিন্তা করার মত পাগল, তারাই আসলে পৃথিবীকে বদলাতে পারে।” তাঁর এই উক্তি বাড়াবাড়ি মনে করার কোনও কারণ নেই, কারণ তিনি নিজেও সেই পৃথিবী বদলানো পাগলদের একজন ছিলেন।
আপনি যদি বিশ্বাস না করেন, তবে চেষ্টাও করবেন না। যদি আপনার বিশ্বাস থাকে যে আপনি এভারেস্ট জয় করতে পারবেন, তবেই আপনি প্রথম পদক্ষেপটি নেবেন। আর্ল নাইটেঙেলের উক্তি: “আসলে পৃথিবীতে সবাই চায় বড় কিছু করতে বা বড় কিছু হতে, কিন্তু বড় কিছু করার মত বিশ্বাস সবার মাঝে থাকে না।” না থাকার কারণ তাদের অনুপ্রেরণার অভাব।
অনুপ্রেরণা বা মোটিভেশন এমন একটি জিনিস যা প্রতিদিন চর্চা করতে হয়। নিয়মিত শরীরচর্চা না করলে যেমন শরীরের ফিটনেস নষ্ট হয়, তেমনি নিয়মিত নিজেকে অনুপ্রেরণা বা মোটিভেশন না দিলেও নিজের মধ্যেকার সেই হার না মানা মানসিকতা ও আত্মবিশ্বাস কমে যায় (সাইমন সিনেক এর উক্তি )।
তাই নিজের মাঝে হার না মানা মানসিকতার জন্ম দিতে ও তা ধরে রাখতে প্রতিদিন অনুপ্রেরণার চর্চা করা উচি‌ৎ। আর সেই চর্চায় কিছুটা সাহায্য করতেই আমরা আজ ৩০টি হার না মানা উক্তি নিয়ে হাজির হয়েছি। এই হার না মানা উক্তিগুলো দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন ক্ষেত্রের সফল ও স্মরনীয় মানুষেরা। চলুন তাহলে কিছুটা অনুপ্রেরণা নেয়া যাক।

৩০টি শক্তিশালী হার না মানা উক্তি:

০১. “করে ফেলার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার মহান নেতা

০২. “আমার সাফল্যের গোপন সূত্র হলো, আমি কখনও হার মানি না”
– উইলমা ম্যানকেলার, আমেরিকান রাজনীতিবিদ

০৩. “যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনও হাল ছেড়ো না।”
– উইনস্টন চার্চিল, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী

হার না মানা উক্তি চার্চিল

০৪. “কখনো হাল ছাড়বেনা। নিজের শক্তির পুরোটা দেয়ার পরও আরও দেয়ার চেষ্টা করো।”
– ডেবি রেনোল্ডস, আমেরিকান অভিনেত্রী ও উদ্যোক্তা

০৫. “ব্যর্থতাকে ভয় করার বদলে, চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো।”
– রয় টি. বেনেট, লেখক ও বক্তা

০৬. “পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেইসব লোকদের দ্বারা হয়েছে, যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে।”
– ডেল কার্নেগী, লেখক ও মোটিভেটর


০৭. “অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার কারণে। অনেকেই হার মেনে নেয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল।”
– টমাস আলভা এডিসন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও সফল উদ্যোক্তা

০৮. “কোনও অবস্থাতেই হাল ছেড়ো না, কারণ সময় যখন সবচেয়ে খারাপ, তখনই স্রোত নতুন দিকে মোড় নেয়ার সম্ভাবনা বেশি থাকে।”
– হ্যারিট বীচার স্টোয়ি, আমেরিকান লেখিকা ও দাসপ্রথা বিরোধী আন্দোলনের নেত্রী

০৯. “যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সে ব্যাপারে কখনও হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই।”
– রয় টি. বেনেট, বেস্ট সেলিং লেখক ও মোটিভেটর

১০. “আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই।”
– আলবার্ট আইনস্টাইন, বিশ্বখ্যাত বিজ্ঞানী

১১. “তুমি নিজের হাতে তুলে না দিলে, তোমার স্বপ্ন ভেঙে দেয়ার ক্ষমতা কারও নেই।”
– মেভ গ্রেইসন, আমেরিকান লেখিকা

১২. “ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুন সুযোগ, এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে।”
– হেনরি ফোর্ড, আমেরিকান বিলিওনেয়ার বিজনেস ম্যাগনেট ও ফোর্ড মোটরস এর প্রতিষ্ঠাতা

শক্তিশালী উক্তি

১৩. “হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা; সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হা মানা র আগে আরেকবার চেষ্টা করা।”
– টমাস আলভা এটিসন, বিশ্বখ্যাত আবিষ্কারক ও উদ্যোক্তা

১৪. “কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না। বিশ্বাস করা বন্ধ করো না। কখনো হার মেনো না।”
– হোপ হিকস্, সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশনস ডিরেক্টর।

১৫. “তোমার কতক্ষণ চেষ্টা করা উচি‌ৎ? – যতক্ষণ না কাজ হয়।”
– জিম রন, আমেরিকান সফল উদ্যোক্তা।


১৬. “যদি হার না মেনে চেষ্টা করে যাও, তুমি সফল হবেই।”
– ড্যান ও’ব্রায়ান, সাবেক অলিম্পিক গোল্ড মেডেলিস্ট

১৭. “মানুষ কখনও ব্যর্থ হয় না, সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয়।”
– সংগৃহীত

১৮. “হার না মানার আগে তুমি কখনওই ব্যর্থ হবে না”
– আলবার্ট আইনস্টাইন, বিশ্বখ্যাত জার্মান বিজ্ঞানী

টমাস আলভা এডিসনের উক্তি

১৯. “ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক – তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে!”
– আপোর্ভ ডুবেই, লেখক ও মোটিভেটর

২০. “তুমি কত ধীরে চলেছ, সেটা কোনও ব্যাপার নয়; না থেমে চলাটাই আসল কথা।”
– কনফুশিয়াস, চীনা দার্শনিক

২১. “হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে।”
– জ্যাক মা, চীনা বিলিওনেয়ার ও আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা
হার না মানা উক্তি

২২. “হতাশাকে জয় করার জন্য তোমাকে বাধা বিপত্তির বদলে কাজের ফলাফলের দিকে ফোকাস করতে হবে।”
– টি.এফ. হজ, প্রতিবন্ধী অবস্থাকে নিজের চেষ্টায় জয় করা লেখক।

২৩. “পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায়, যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে।”
– নেপোলিয়ন হিল, লেখক – “থিংক এ্যান্ড গ্রো রিচ”

২৪. “হার না মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না।”
– বাবে রুথ, প্রয়াত আমেরিকান বাসকেটবল খেলোয়াড়।
২৫. “কখনও না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বার বার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব।”
– কনফুশিয়াস, চীনা দার্শনিক

২৬. “সাফল্য মানে উ‌ৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া”
– উইনস্টন চার্চিল, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী

২৭. “আমি আস্তে চললেও কখনো পিছু হটি না।”
– আব্রাহাম লিংকন, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট।


২৮. “বিজয়ীরা হার মানে না, আর হার মেনে নেয়ারা কখনো বিজয়ী হয় না।”
– ভিন্স লম্বার্ডি, আমেরিকান ফুটবল কোচ

২৯. “যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও, আর যখন একেবারেই পারবে না, তখন তারচেয়ে একটু কম দাও। একটু পিছনে হটো, কিন্তু কখনও হাল ছেড়ো না।”
– চাক ইয়াগার, রেকর্ডধারী যুদ্ধবিমান চালক

৩০. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করতে পারে, কিন্তু তারা হার মানে না।”
– কনরাড হিল্টন, বিশ্বখ্যাত হিল্টন হোটেল চেইনের প্রতিষ্ঠাতা

এই ৩০টি না মানা উক্তি আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনার সংগ্রহে এমন কোনও উক্তি থাকে, তাহলে আমাদের জানান, আমরা এই লেখায় তা অন্তর্ভূক্ত করব।
এই উক্তিগুলো এবং অন্যান্য হার না মানা উক্তি প্রতিদিন পড়ুন। এতে করে আপনার মন সব সময়ে চাঙ্গা থাকবে।মনে  আত্মবিশ্বাস ও শক্তি বজায়ে থাকবে।
আর যদি মনে হয় এই উক্তি গুলো অন্যদেরও অনুপ্রাণিত হতে সাহায্য করবে, তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।  
এই ধরনের আরও লেখার জন্য আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে, সব সময়ে, লড়াকু আপনার সাথে আছে।

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال