করোনায় ১৩ দেশে ৩০১ বাংলাদেশির প্রাণহানি



করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত ১৭৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অবশ্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশে গতকাল নতুন করে বাংলাদেশের নাগরিকদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে ৩০১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন। এ ছাড়া সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বিদেশি নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে মাত্র ২০ জন স্থানীয় নাগরিক। বাকিরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে সোমবার ১ হাজার ৪২৬ জন আক্রান্ত হলেও স্থানীয় নাগরিক মাত্র ১৮ জন। বাকি আক্রান্তদের সবাই বিদেশি।
সূত্র ঃ প্রথম আলো - আজকের 

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال