বই – ইসলামী শরীয়াতে দাড়ির পদমর্যাদা

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
বিসমিল্লাহির  রহমানির রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

প্রশ্ন: ইসলামী শরীয়াতে দাড়ির পদমর্যাদা কি ? ওয়াজিব কিংবা সুন্নাত ? আর দাড়ি মুণ্ডানো জায়েয কিংবা মাকরুহ কিংবা হারাম ? অনেক লোক দাড়ি রাখাকে শুধু একটি সুন্নত বলে মনে করে। যদি কেউ রাখে তবে ভালো আর না রাখলে কোন গুনাহ নেই। এ অভিমত কতটুকু সহীহ?
এই সকল প্রশ্নের উত্তর পাবেন বইটিতে।
যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে:
  • আল্লাহ সুবহানাহা ওয়া তায়ালার বাণী
  • দাড়ি সম্পর্কিত হাদীস সমূহ
  • দাড়ি রাখার ফযিলত
  • মাথা ও দাড়ি কামানো এক ব্যক্তির হাদীস
  • মুরতাদ তথা ধর্মত্যাগীদের একটি স্বভাব হল দাড়ি কামানো
  • রাসুলুল্লাহ (সা) বলেছেন দাড়ি লম্বা করা সরাসরি আল্লাহর নির্দেশ
  • দাড়ি সকল নবীদের সুন্নাহ
  • পৌরুষ
  • সৌন্দর্য ও সম্মান
  • দাড়ি বড় থাকা রোগমুক্তির সহায়ক
  • দাড়ির মূল্য সম্পর্কিত একটি ঘটনা ,বিশ হাজার দিরহামের বিনিময়ে দাড়ি ক্রয় !
  • দাড়ি কামানো হারাম এবং কবীরা গুনাহ
  • রাসূলুল্লাহ্ (সাঃ)এর নির্দেশ ওয়াজিব বা আবশ্যকতার দাবী রাখে
  • রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি কেমন ছিল ?
  • দাড়ি কামিয়ে ফেলার ফলে যে সকল গুনাহের দ্বার খুলে যায়
  • অবাধ্যতা
  • ঔদ্ধত্য ও হেদায়েতের পথ হারিয়ে ফেলা
  • আল্লাহর সৃষ্টির পরিবর্তন-বিকৃতি ঘটানো
  • অবিশ্বাসীদের সাথে সাদৃশ্য গ্রহণ কেন কুফফারদের থেকে আলাদা বৈশিষ্টের হতে হবে?
  • অমুসলিম সম্প্রদায়ের মাঝে দাড়ি রাখার প্রচলন
  • নারীদের সাদৃশ্য গ্রহণ করা
  • অঙ্গহানির অপরাধ (act of mutilation)
  • স্বাভাবিক অবস্থার বিকৃতি ঘটানো
  • সমাজের নিকৃষ্ট লোকেরাও দাড়ি কামাতে লজ্জা বোধ করত !
  • দাড়ি কামানোর একটি লুকানো কারণ | দেখতে কেমন লাগবে?
  • একটি ব্যতিক্রমী পরিস্থিতি ও শয়তানের ধোঁকা
  • দীনের বিষয় নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে কুফর(অবিশ্বাস)
  • একটি ঘটনা
  • সহায়ক গ্রন্থসমূহ
• (১) জায়দ বিন আসলাম ,আতা ইবন ইয়াসার থেকে বর্ণনা করেন যে: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন, এমন সময় একজন লোক এসে হাজির হল যার মাথা এবং দাড়ি উভয়েই কামানো ছিল। আল্লাহর রাসূল (সা) হাত দিয়ে ইশারা করে তাকে চলে যেতে বললেন এবং ইংগিত করলেন যেন সে চুল এবং দাড়ি গজায়। লোকটি কিছুদিন পর তাই করল এবং আবার এসে হাজির হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি নোংরা মাথা নিয়ে হাজির হও তার চেয়ে কি এই অবস্থা উত্তম নয়; যেন সে একটি শয়তান (কামানো দাড়ি ও মাথার প্রতি ইংগিত করে) ?” [মালিক, বুক ৫১, হাদীস ৫১।২।৭]
• (২) মুরতাদ তথা ধর্মত্যাগীদের একটি স্বভাব হল দাড়ি কামানোঃ আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ” পূর্বদিক হতে একদল লোক বের হবে যারা কুর’আন তিলাওয়াত করবে, কিন্তু তা তাদের গলা দিয়ে নামবে না, এবং তারা সেভাবে দীন থেকে বের হয়ে যাবে যেভাবে একটি শিকারকে বিদ্ধ করে তীর বেরিয়ে যায়। তারা ততক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থার উপর ফিরে আসবে না যতক্ষণ না তূণ হতে নিক্ষিপ্ত তীর নিজেথেকে এসে আবার তূণে (তীর রাখার বস্তু) আশ্রয় নেয় ! (যা অসম্ভব)।” সাহাবাগণ আরজ করলেন, ” তাদেরকে সনাক্ত করার উপায় কি?” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ” তাদের চিহ্ন হচ্ছে তাদের দাড়ি কামানোর স্বভাব থাকবে।” [বুখারী,৯।৬৫১]

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال