বই: বাইবেল কোরআন ও বিজ্ঞান
বইটিতে খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল এবং মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ আল-কুরআন -কে বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা হয়েছে। ড. মরিস বুকাইলি রচিত “বাইবেল কোরআন ও বিজ্ঞান” বইয়ের আলোকে অত্র গন্থটি গ্রন্থিত হয়েছে। এক্ষেত্রে ড. মরিস বুকাইলি রচিত মূল গ্রন্থের সাথে আরও কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে। রুপান্তর করেছেন খন্দকার মাশহুদ-উল-হাছান। প্রকাশ করেছে জ্ঞান বিতরণী প্রকাশনী।