ঢাকা : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের শেষ নেই। তবে সুখবর হল ধীরে হলেও কমছে করোনা সংক্রমণের সংখ্যা। চীনে রবিবার (৩ মে) নতুন করে মাত্র ২ জন করোনা রোগী পাওয়া গেছে। অস্ট্রেলিয়াতে করোনা সংক্রমণের হার অনেক কমে গেছে।
করোনার হটস্পট ইতালিতে ক্রমাগতভাবে কমছে করোনা সংক্রমণের সংখ্যা। শুধু তাই নয়, করোনার কারণে অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণের হারও উল্লেখজনক হারে কমে গেছে। আরেকটি সুখবর হলো যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার চিকিৎসায় রেমডিসিভিরের অনুমোদন দিয়েছে। জাপানও অনুমোদন দিতে যাচ্ছে এ ওষুধটির। আরও কিছু ওষুধের কার্যকারিতা নিয়ে চিকিৎসকরা আশাবাদী বলে খবর বেরিয়েছে। এসব ওষুধের ক্লিনিকাল ট্রায়ালও শুরু হয়ে গেছে।
অক্সফোর্ড ভ্যাকসিনের যে পরীক্ষা কয়েক দিন আগে শুরু হয়েছে, তার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে উৎসাহিত হওয়ার মতো খবর আমরা পাচ্ছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্য রিজিয়াস প্রফেসর অব মেডিসিন স্যার জন বেল বিবিসি রেডিও ফোরের ‘টু ডে’ অনুষ্ঠানে বলেছেন, জুনের মাঝামাঝি মানুষের ওপর এই ভ্যাকসিনের প্রয়োগের ফলাফল আমরা জানতে পারব।
সূত্রঃ-