ভারতে দোকান খুলতেই একদিনে মদ বিক্রির রেকর্ড
লকডাউনের কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল সবধরনের মদের দোকান। সোমবার কিছু এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিতেই হুমড়ি খেয়ে পড়েছেন তারা। ধাক্কাধাক্কি-মারামারি করে লাইন ধরে মদ কিনতে দেখা গেছে দোকানগুলোতে। একদিনে মদ বিক্রির নতুন রেকর্ড গড়েছে ভারত।
প্রথমদিনে মদ বিক্রি থেকে পশ্চিমবঙ্গের আয় হয়েছে ৪০ কোটি রুপি, কর্ণাটকের ৪৫ কোটি, রাজস্থানের ৫৯ কোটি , অন্ধ্রপ্রদেশের আয় ৬৮ কোটি৷ মদ বিক্রি থেকে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে উত্তরপ্রদেশ৷
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভারতে এ পর্যন্ত ৪৯ হাজার ৪০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৪২ জন।