মানব জাতির জীবন বিধান। উপদেশ বাণী.... নিজের বিচার নিজে করতে পারেন... এটি মানদন্ড। কুরআন হতে -

 



আর কোন ধর্ম বা কোন গ্রন্থ হতে এমন মানদণ্ড দেখাতে পারবে কি? আছে কি?( সংগৃহীত পোস্ট). 

১। তোমরা সত্যেকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করো না ও সত্য গোপন করো না।( ২ : ৪২)

২। সৎকার্য নিজে সম্পাদন করার পর, অন্যদের করতে বলো।  ( ২:৪৪)

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না।( ২: ৬০)

৪। কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। (২:১১৪)

৫।  কারো অন্ধ অনুসরণ করো না। (২:১৭০)

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না।  (২ঃ১৭৭)

৭। ঘুষ আদান-প্রদানে লিপ্ত হয়ো না। (২:১৮৮)

৮।  সীমালংঘন করো না, কেননা আল্লাহ সীমালংঘনকারীকে পছন্দ করেন না।  (২:১৯০)

৯। আল্লাহর রাস্তায় ব্যায় কর।  (২:১৯৫)

১০।অনাথদের রক্ষনাবেক্ষন করো।  (২: ২২০)

১১। স্রাবকালে যৌনসঙ্গম করো না।  (২:২২২)

১২। শিশুকে পূর্ণ ২ বছর দুগ্ধপান করাও।  (২:২৩৩)

১৩।  সৎগুণ দেখে শাসক নির্বাচন করো।  (২:২৪৭)

১৪।  দ্বিনের ব্যপারে কোন জবরদস্তি নেই।  (২ঃ২৫৬)

১৫।  প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না।  (২ঃ২৬৪)

১৬।  প্রয়োজনে সহযোগীতা করো।  (২:২৭৩)

১৭।  সুদ গ্রহণ করো না।  (২: ২৭৫)

১৮।   যদি ঋণী অভাবগ্রস্ত হয়, তবে তার স্বচ্ছলতা অবধি সময় দাও।  (২ঃ২৮০)

১৯।  ঋণের বিষয় লিখে রাখো।  (২:২৮২)

২০। আমানত রক্ষা করো।  (২:২৮৩)

২১।  গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না।  (২:২৮৩)

২২।  সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো।  (২: ২৮৫)

২৩।  আল্লাহর সাধ্যের বাহিরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তা পাই যা তার অর্জন।(২:২৮৬)

২৪। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।  (৩:১০৩)

২৫।  তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারন করবে অন্যায় কাজ থেকে।  (৩ঃ১০৪)

২৬। রূঢ় ভাষা ব্যবহার করো না। (৩:১৫৯)

২৭।  এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো।  (৩:১৯১)

২৮। পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। (৩ঃ১৯৫)

২৯।  মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে। (৪:৭)

৩০। সম্পদের উত্তরাধিকারে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার আছে।  (৪:৭)

৩১। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। (৪ঃ১০)

৩২। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না। (৪:২৩)

৩৩। অন্যায়ভাবে কারে সম্পদ ভক্ষণ করে না।  (৪:২৯)

৩৪। পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করবে।  (৪:৩৪)

৩৫। অন্যদের জন্য সদাচারী হও।  ( ৪:৩৬)

৩৬। কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্যের শিক্ষা দিও না। (৪ঃ৩৭)

৩৭।  বিদ্বেষী হয়ো না।  (৪:৫৪)

৩৮।  মানুষের সাথে ন্যায় বিচার করো।  (৪:৫৮)

৩৯।  একে অপরকে হত্যা করো না।  (৪ঃ৯২)

৪০। বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না। (৪ঃ ১০৫)

৪১। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো।  (৪ঃ১৩৫)

৪২।  সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো।  (৫ঃ২)

৪৩। সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না।  (৫ঃ২)

৪৪। মৃত পশু, রক্ত ও শুয়োরের মাংস নিষিদ্ধ।  (৫ঃ৩)

৪৫। সৎপরায়ন হও।  (৫ঃ৮)

৪৬। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও।  (৫ঃ৩৮)

৪৭। পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যায় করে না।  (৫ঃ৬৩)

৪৮।  মাদক দ্রব্য বর্জন করো।  (৫ঃ৯০)

৪৯। জুয়া খেলো না।  (৫ঃ৯০)

৫০।। ভিন্ন ধর্মাবলম্বী উপাস্যদের গালমন্দ করো না।  (৫ঃ১০৮)

৫১। আধিক্য সত্যের মানদন্ড নয়।  (৬ঃ১১৬)

৫২।  মানুষকে প্রতারনা করার জন্য ওজনে কম দিও না।  (৬ঃ১৫২)

৫৩। অহংকার করো না।  (৭ঃ১৩)

৫৪। পানাহার করো কিন্তু অপচয় করো না।  (৭ঃ৩১)

৫৫।  সালাতে উত্তম পোশাক পরিধান করো। (৭ঃ৩১)

৫৬।  অন্যদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করো।  (৭ঃ১৯৯)

৫৭। যুদ্ধে ভীত হয়ে পশ্চাদমূখী হয়ো না।  (৮ঃ১৫)

৫৮।  যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও।  (৯ঃ৬)

৫৯।  পবিত্র থেকো।  (৯ঃ১০৮)

৬০।  আল্লাহ তা আলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।  (১২ঃ৮৭)

৬১। যারা অজ্ঞতাবশত ভুল-ত্রুটি করে আল্লাহ তা আলা তাদেরকে ক্ষমা করবেন৷ (১৬ঃ১১৯)

৬২। জ্ঞান ও প্রজ্ঞা ও উত্তম যুক্তি দ্বারা আল্লাহ তা আলার প্রতি আহ্বান করো।  (১৬ঃ১২৫)

৬৩। কেউ কারো পাপের বোঝা বহন করবে না।  (১৭ঃ১৫)

৬৪।  পিতামাতার সাথে সদ্ব্যব্যবহার করো। (১৭:২৩)

৬৫। পিতা মাতাকে অশ্রদ্ধা করে "উহ" শব্দটিও বলো না এবং তাদের জন্য দোআ কর।  (১৭ঃ২৩ ও ২৪)

৬৬। অর্থ অপচয় করো না।  (১৭ঃ২৯)

৬৭। দারিদ্রের আশঙ্খায় সন্তান সন্ততিকে হত্যা করো না।  (১৭ঃ ৩১)

৬৮। অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না।  (১৭ঃ৩২)

৬৯।  যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ে না।(১৭ঃ৩৬)

৭০। শান্তভাবে কথা বলো।  (২০ঃ৪৪)

৭১।  অনর্থ জিনিস থেকে দূরে থেকো।  (২৩ঃ৩)

৭২।  অনুমতি ছাড়া কারে গৃহে প্রবেশ করো না।  (২৪ঃ২৭)

৭৩। পুরুষ ও নারী উভয়ে নিজের দৃষ্টিকে অবনত রেখে নিজের গোপনাঙ্গ হেফাজত করবে, নারীরা নিজেদেরকে ঢেকে (পর্দা) রাখবে। (২৪ঃ৩০-৩১)

৭৪।  বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগড ঘরে প্রবেশ করো না।  (২৪ঃ৫৮)

৭৫। বিনয় সহকারে ভূ পৃষ্টে বিচরণ করো।  (২৫ঃ৬৩)

৭৬।  এই পৃথিবীতে মানুষের প্রতি অনুগ্রহ কর এবং অনর্থ সৃষ্টি কর না। (২৮ঃ৭৭)

৭৭। আল্লাহর সাথে অন্য কোন বাতিল উপাস্যকে ডেকো না।  (২৮ঃ৮৮)

৭৮। সমকামিতার লিপ্ত হয়ে না।  (২৯ঃ২৯)

৭৯। সৎকাজের আদেশ করো এবং অসৎকাজে নিষেধ করো। ( ৩১ঃ১৭)

৮০।  দম্ভভরে ভূ পৃষ্টে বিচরন করো। (৩১ঃ১৮)

৮১। কন্ঠস্বর নিচু রেখো।  (৩১: ১৯)

৮২। নারীরা যেন অন্ধকার যুগের মতো অন্যকে প্রদর্শনের উদ্দেশ্যে তাদের সৌন্দর্য মেলে না ধরে। (৩৩ঃ৩৩)

৮৩।  আল্লাহ তা আলা যাবতীয় পাপ মোচন করে দিতে পারেন। (৩৯ঃ৫৩)

৮৪। আল্লাহ তা আলার অনুগ্রহ হতে নিরাশ হয়ে না। (৩৯ঃ৫৩)

৮৫। ভালো দ্বারা মন্দ প্রতিহত করো।  (৪১ঃ৩৪)

৮৬। যে কোন বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও৷ (৪২ঃ৩৮)

৮৭।  মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো।  (৪৯ঃ৯)

৮৮। কাউকে পরিহাস করো না।  (৪৯ঃ১১)

৮৯। সন্দেহ থেকে বিরত থেকো। (৪৯ঃ১২)

৯০। পরনিন্দা করো না।  (৪৯ঃ১২)

৯১। আল্লাহ ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মাণীত। (৪৯ঃ১৩)

৯২।। অতিথির সম্মাণ করো।  (৫১ঃ২৬)

৯৩। দাতব্যকার্যে অর্থ ব্যায় করো। (৫৭ঃ৭)

৯৪। দ্বীনের মধ্যে বৈরাগ্যের কোন স্থান নেই।  (৫৭ঃ২৭)

৯৫।।  জ্ঞানীজনকে আল্লাহ তা আলা সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন।  (৫৮ঃ১১)

৯৬।  অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো।  (৬০ঃ৮)

৯৭। লোভ-লালসা থেকো সুরক্ষিত থেকো।  (৬৪ঃ১৬)

 ৯৮। আল্লাহ তা আলার নিকট ক্ষমা প্রার্থনা করো।  তিনি মহাক্ষমাশীল ও পরম দয়ালু। (৭৩ঃ২০)

৯৯। ভিক্ষুককে ধমক দিয়ো না।  (৯৩ঃ১০)

১০০। অভাবগ্রস্থকে খাদ্য দানে উৎসাহ প্রদান করো।  (১০৭ঃ৩)

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال