রমাদান প্ল্যানার - শাইখ আহমাদুল্লাহ

 



রমাদান প্ল্যানার নির্দেশিকা - আস-সুন্নাহ ফাউন্ডেশন

রমাদানকে ফলপ্রসূ করার জন্য "রমাদান প্ল্যানার" তৈরি করা হয়েছে। এটা কুরআন-সুন্নাহ নির্ধারিত কোনো ফর্মুলা নয়। যে কেউ রমাদানকে সার্থক করতে যে কোনোভাবে প্ল্যান করে রমাদানে আমল করতে পারেন।

* রমাদান প্ল্যানারে প্রতিদিনের জন্য একটি আয়াত, একটি হাদীস, একটি দু'আ ও তিনটি করে আল্লাহর নাম দেওয়া হয়েছে। প্রতিদিন এগুলো অনুবাদসহ মুখস্থ করার চেষ্টা করুন। তাহলে রমাদানের ত্রিশ দিনে ৩০টি আয়াত, ৩০টি হাদীস, ৩০টি দু'আ ও ৯০টি আল্লাহর নাম আত্মস্থ হয়ে যাবে। যা জীবনভর আপনার কাজে আসবে ইন-শা-আল্লাহ।

* প্ল্যানারে নির্দেশিত আমলসমূহের কোন কাজটা কখন করবেন তা আপনার সুবিধা

অনুযায়ী ভাগ করে নিন। * পরের দিনের কাজের তালিকা আগের দিন দেখে নিন।

* কোনো আমল নির্দিষ্ট দিনে করতে না পারলে পরবর্তী দিনে হলেও করে নিন।

* দৈনিক চেকলিস্টের কাজগুলো নিয়মিত করার চেষ্টা করুন। যে কাজগুলো করেছেন,

দিন শেষে সেগুলোতে টিকচিহ্ন এ দিন। * সালাত টাকারে দুইটি বৃত্ত থাকবে। একটি ফরয সালাত আদায়ের জন্য আর একটি সুন্নত সালাতের জন্য। পুরুষরা যদি ফরয সালাত জামায়াতে আদায় করে থাকেন, দুই বৃত্তে টিকচিহ্ন ত্র দিন আর একাকী আদায় করলে এক বৃত্তে টিকচিহ্ন এ দিন।







Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال