ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদের মতো করে এবার দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ ভাঙা হবে বলে ঘোষণা দিয়েছেন বিজেপির সংসদ সদস্য সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ ।
রাম মন্দির ইস্যুতে গতকাল শুক্রবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমে তিনি এসব কথা বলেন।
সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ বলেন, যারা এই রাম মন্দির বানানোর নতুন আইন বানাতে বিরোধিতা করবে তাদের পক্ষে একদিন ভারতে ঘুরে বেড়ানো অসম্ভব হবে। ‘আমি প্রথম রাজনীতিতে আসার পর মথুরায় বলেছিলাম, অযোধ্যা, মথুরা, কাশীর দরকার নেই, দিল্লির জামে মসজিদ ভাঙো। সিঁড়ির নিচে যদি মূর্তি না পাওয়া যায় তাহলে আমাকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিও। ওই বক্তব্যে আমি অটল রয়েছি।’
আগামী রবিবার অযোধ্যায় বৃহৎ এক সমাবেশ করার কথা রয়েছে শিবসেনা নামক মহারাষ্ট্র কেন্দ্রিক উগ্র হিন্দু জাতিয়তাবাদী রাজনীতিক দলের। রাম মন্দির নির্মাণের দাবিতে ধর্ম সভা নামে সমাবেশে অংশ নিচ্ছে দেশটির বহু হিন্দুত্ববাদী সংগঠন। এরই ঠিক পূর্ব মুহুর্তে এমন বিস্ফোরক মন্তব্য করলেন এই নেতা।
এদিকে বিজেপি নেতার এমন উগ্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ভারতের রাজনৈতিক কিছু মহল ও সংগঠন।
উৎস: এনডিটিভি/জি নিউজ
রাম মন্দির ইস্যুতে গতকাল শুক্রবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যমে তিনি এসব কথা বলেন।
সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ বলেন, যারা এই রাম মন্দির বানানোর নতুন আইন বানাতে বিরোধিতা করবে তাদের পক্ষে একদিন ভারতে ঘুরে বেড়ানো অসম্ভব হবে। ‘আমি প্রথম রাজনীতিতে আসার পর মথুরায় বলেছিলাম, অযোধ্যা, মথুরা, কাশীর দরকার নেই, দিল্লির জামে মসজিদ ভাঙো। সিঁড়ির নিচে যদি মূর্তি না পাওয়া যায় তাহলে আমাকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিও। ওই বক্তব্যে আমি অটল রয়েছি।’
আগামী রবিবার অযোধ্যায় বৃহৎ এক সমাবেশ করার কথা রয়েছে শিবসেনা নামক মহারাষ্ট্র কেন্দ্রিক উগ্র হিন্দু জাতিয়তাবাদী রাজনীতিক দলের। রাম মন্দির নির্মাণের দাবিতে ধর্ম সভা নামে সমাবেশে অংশ নিচ্ছে দেশটির বহু হিন্দুত্ববাদী সংগঠন। এরই ঠিক পূর্ব মুহুর্তে এমন বিস্ফোরক মন্তব্য করলেন এই নেতা।
এদিকে বিজেপি নেতার এমন উগ্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ভারতের রাজনৈতিক কিছু মহল ও সংগঠন।
উৎস: এনডিটিভি/জি নিউজ