করোনার ভয়ে কোনো হিন্দু আসেনি, শেষকৃত্যকরলো মুসলিম যুবক - আনন্দ বাজার

লকডাউনের জেরে বন্ধ যানবাহন পরিষেবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই সপ্তাহে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে তাঁর শেষযাত্রায় অংশ নেননি আত্মীয়-স্বজন। শেষে প্রতিবেশী মুসলিম যুবকরা এগিয়ে আসেন। তাঁরাই কাঁধে করে ওই হিন্দু বৃদ্ধার দেহ  শেষকৃত্যের জন্য আড়াই কিলোমিটার হেঁটে শ্মশানে নিয়ে যান।

এই ঘটনা সম্প্রতি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরে। সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। তার পরই ওই সম্প্রীতির চিত্রকে কুর্নিশ জানাচ্ছেন নেটাগরিকরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, ওই বৃদ্ধার দেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন মুসলিম যুবকরা। তাঁদের মুখে মাস্ক ও মাথায় ফেজটুপি।

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

نموذج الاتصال