জাকারবার্গকে পেছনে ফেললেন কাইলি

জাকারবার্গকে পেছনে ফেললেন কাইলি

ডেস্ক রিপোর্ট : বিশ্বের বিলিয়নিয়রদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতেছেন মার্কিন মডেল ও উদ্যোক্তা কাইলি জেনার।
বিশ্বের ২০৯৫ জন বিলিয়নিয়রের মধ্যে একজন ২২ বছর বয়সি কাইলি। আর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ারও এই মডেল।
গত বছর মার্চে এই তালিকায় প্রথম নাম লেখান কাইলি। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। এরপর নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কোটি করপোরেশনের কাছে বিক্রি করেন। বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার।
২০১৪ সালে নিজের কসমেটিকস ব্র্যান্ড চালু করেন কাইলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই কসমেটিকসের মার্কেটিংয়ের কাজটি করতেন। আর অনলাইন শপের মাধ্যমে নিজের ব্র্যান্ডের কসমেটিকস গ্রাহকদের কাছে পৌঁছে দিতেন।

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال