নিন্মে (কারো বুঝতে সমস্যা হলে) ছবির pdf file দেওয়া আছে, |
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে, পরীক্ষা (তত্ত্বীয়/সৃজনশীল/রচনামূলক) শেষ হবে ৩০ ডিসেম্বর ২০২১।
প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে।
এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না।
সকালে নির্ধারিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১.৩০টা আর দুপুরে নির্ধারিত পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৩.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ৩ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
HSC Routine 2021
>> HSC routine 2021 (pdf) download link : http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/b26d5aa9_4fcb_4333_9a5c_794e793bc0f0/Hsc-2021.pdf