পাকিস্তানের তৈরি বল দিয়ে খেলা হবে কাতার বিশ্বকাপে




 কাতার বিশ্বকাপে খেলা হবে পাকিস্তানের তৈরি ফুটবল দিয়ে। দেশটির শিয়ালকোটে ‘আল রিহলাহ’ নামে ঐ বলগুলো তৈরি হচ্ছে। সোমবার (২০ জুন) পাকিস্তানের সরকারি সংবাদ সংস্থা এপিপি’র সূত্রে ডন এই খবর নিশ্চিত করে।

এর আগেও অন্তত তিনবার ফিফা ফুটবল বিশ্বকাপে শিয়ালকোর্টের ফরোয়ার্ড স্পোর্টস ব্র্যান্ডের ফুটবল ব্যবহৃত হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য তৈরি ফুটবলের ডিজাইনে কাতারের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।

বল তৈরিতে ব্যবহৃত হয়েছে আবহাওয়া উপযোগী পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পরিবেশবান্ধব পানিভিত্তিক কেমিক্যাল। প্রস্তুতকারকরা জানান, এই বল ২০টি প্যানেলের সমন্বয়ে গঠিত। একইসাথে এটিকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবল আখ্যায়িত করা হচ্ছে।

/এনএএস

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال