বানভাসিদের ত্রাণের সাথে চড়-থাপ্পড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

 



নেত্রকোণার মোহনগঞ্জে সরকারি ত্রাণ নিতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন বানভাসি। চড় দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্যা দুর্গত মানুষদের ৮ কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক।

এ সময় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে গেলে এক নারী ও যুবককে চড় মারেন ইউপি চেয়ারম্যান। এছাড়া কয়েকজনের সাথে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ উঠেছে।

তবে, চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, বারবার ত্রাণ নিতে আসায় একজনকে সরিয়ে দেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

/এনএএস

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

نموذج الاتصال