এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন। গণভবন থেকে রবিবার (৩১ মে) সকাল ১০টায় এ ফল ঘোষণা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারা অনেক ভালো করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, এসএমএস, প্রি-রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হলো।
দেশটিভি