ভূয়া লকডাউনের ক্ষতিপূরণ দিবে কে ?
তবে আমার কাছে এ হিসেবটা ঠিক মনে হয়নি। আমার মনে হয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশ কয়েকগুণ বেশি। এক্ষেত্রে আমি ১৫টি সেক্টরের অর্থনীতির ক্ষতির হিসেব করেছি-
১) ১ মাসে রিকশা ও ভ্যান চালকদের ক্ষতি ৬৮৫ কোটি টাকা।
তাহলে দুই মাসে ক্ষতি- ১৩৭০ কোটি টাকা।
( https://bit.ly/3cbHrSL )
২) সড়কে দৈনিক ক্ষতি ৫০০ কোটি টাকা। তাহলে ৬৫ দিনে ক্ষতি- ৩২ হাজার কোটি টাকা।
( https://bit.ly/2zwSIjg )
৩) পল্ট্রি শিল্পে ১ মাসে ক্ষতি ২৫০০ হাজার কোটি,
তাহলে ২ মাসে ক্ষতি ৫ হাজার কোটি ( https://bit.ly/2M3uDmN )
৪) বিদ্যুৎ খাতে ক্ষতি- ৪০ হাজার ৬০০ কোটি টাকা।
( https://bit.ly/3caSkUD )
৫) ১ মাসে পর্যটন খাতে ক্ষতি ৫৭০০ কোটি,
২ মাসে ক্ষতি – ১১৪০০ কোটি টাকা।
( https://bit.ly/3gzpRv5 )
৬) লঞ্চ মালিকদের ১ মাসে ক্ষতি ৩১০ কোটি,
তাহলে ২ মাসে ক্ষতি ৬২০ কোটি। ( https://bit.ly/2M97Jdw )
৭) ৫৬ লাখ ক্ষুদ্র ব্যসায়ীর প্রতিদিন ক্ষতির পরিমাণ ১১০০ কোটি টাকা,
তাহলে ৬৫ দিনে ক্ষতি- ৭১৫০০ কোটি টাকা।
( https://bit.ly/2M97Jdw )
৮) রেলে এক মাসে ক্ষতি পৌনে ২শ’ কোটি
তাহলে ২ মাসে ক্ষতি- ৩৫০ কোটি টাকা।
( https://bit.ly/2Xzru3k )
৯) স্টিল শিল্পে ১৫ হাজার কোটি টাকা ক্ষতি
( https://bit.ly/3guM3GM )
১০) নির্মাণখাতে ক্ষতি ২৩ হাজার কোটি টাকা।
( https://bit.ly/2ZKXzYM )
১১) অ্যাভিয়েশন শিল্পে ক্ষতি ২১০০ কোটি টাকা
( https://bit.ly/3ccEscG )
১২) ডেইরি শিল্পে দৈনিক ক্ষতি ৫৭ কোটি টাকা। ৬৫ দিনে ক্ষতি ৩৭০০ কোটি টাকা।
( https://bit.ly/3guMbpK )১৩) দোকান মালিক সমিতি দৈনিক ক্ষতি ১০৭৪ কোটি টাকা।
তাহলে ৬৫ দিনে ক্ষতি প্রায় ৭০ হাজার কোটি টাকা।
( https://bit.ly/2XGYMxB )
১৪) ফার্নিচার শিল্পে ১ মাসে ক্ষতি ৫০০ কোটি
তাহলে ১ মাসে ক্ষতি- ১ হাজার কোটি টাকা
( https://bit.ly/3es8Ot1 )
১৫) ব্যাংকিং খাতে ক্ষতি ১৪ হাজার কোটি টাকা।
( https://bit.ly/36DSEtX )
এই ১৫ সেক্টরে ২ মাসে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ কোটি টাকা। এই সেক্টরগুলো ছাড়াও আরো অনেক সেক্টর আছে (যেমন- বৃহৎ কলকারখানা, পচনশীল সবজি, শিক্ষা সেক্টর) যার ক্ষয়কতির হিসেব আমার হাতে এসে পৌছেনি। সবগুলো হিসেব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বিশাল হতে পারে। বিশেষ করে যেহেতু রোজা ও ঈদের অর্থনীতি একটি বিরাট অর্থনীতি, তাই ঈদ-রোজায় বন্ধ থাকায় এই ক্ষয়ক্ষতির হিসেব নিশ্চিত অনেক বড় হবে। আবার অনেক অদৃশ্যও ক্ষতিও আছে। যেমন- ২ মাস বন্ধ থাকায় অনেক বাস, টেম্পু, রেলের ইঞ্চিন অকেজো হয়ে যাওয়ার সম্ভবনা আছে। ফলে সব হিসেব করলে ক্ষয়ক্ষতির হিসেব কোথায় গিয়ে ঠেকে তা বোঝা মুশকিল। ( https://bit.ly/2X7IJJY )
এখন কথা হলো- এই যে করোনাকে পূজি করে ভুল লকডাউন থিউরী চাপিয়ে দিলো, এতে যে অর্থনীতির বিশাল ক্ষতি হলো, এর দায়ভার নেবে কে ?
হয়ত বলতে পারেন, সরকার ৭২ হাজার কোটি টাকা প্রনোদনা দিবে।
কিন্তু এই ৭২ হাজার কোটি টাকা কিন্তু লোন হিসেবে দিবে, ক্ষতির ভাগিদার কিন্তু হবে না।
কথা হচ্ছে, করোনা হয়েছে তাই সব ধরনের পরীক্ষিত ব্যবস্থা গ্রহণ করুন। সমস্যা নেই।
কিন্তু লকডাউনের মত একটি অপরিক্ষিত বিষয় কেন জনগণের উপর চাপিয়ে দিয়ে এত বড় ক্ষতি করলেন ?
লকডাউনের অর্থনীতির ক্ষতি সম্পূর্ণ নিশ্চিত,
কিন্তু এটা করোনা দমন করতে পারে কি না, এটা এখনও প্রমাণিত নয়।
বরং ইউরোপ-আমেরিকার বহু দেশের ডাটা রিসার্চ করে দেখা যাচ্ছে, করোনা দমনে লকডাউনের বিন্দুমাত্র প্রভাব নেই, বরং ক্ষেত্র বিশেষে উল্টো প্রভাব আছে।
(ক- https://bit.ly/2ZP6tEv , খ-https://bit.ly/ 36F9x7F )
এখন কথা হলো-
যারা বুদ্ধিজীবি, মিডিয়া, বিশেষজ্ঞ, টকশোওয়ালা, নীতি নির্ধারকের আবরণে প্রতিনিয়ত সক্রিয় থেকে লকডাউন নামক হাতুরে ডাক্তারি জনগণের উপর চাপিয়ে দিলো, এদের কি হবে ?
এরা কি ৩ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দিবে ??
এদেরকে এমনি এমনি ছেড়ে দেয়া কখনই উচিত হবে না।
এরা দেশ ও জাতির শত্রু। বহুজাতিক কর্পোরেটদের দালাল।
অবশ্যই এদেরকে দেশ ও জনগণকে ক্ষতিগ্রস্ত করার দায়ে বিচারের আওতায় আনা উচিত।
প্রয়োজনে এদের সম্পদ নিলামে তুলে সেই অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা হোক।