শরীয়তপুরে জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

মোছাব্বিন রহমান বর্ষা


শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে মোছাব্বিন রহমান বর্ষা নামে বিজ্ঞান বিভাগের এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাইক্কা গ্রামে নিজ বাড়িতে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মোছাব্বিন রহমান বর্ষা ওই গ্রামের মতিউর রহমান সরদারের মেয়ে। সে ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গোসাইহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, রোববার সকালে বর্ষা মোবাইল মেসেজের মাধ্যমে বেলা ১১টায় পরীক্ষার রেজাল্ট পায়। সেখানে সে পেয়েছে জিপিএ-৪.৫০। এরপর সে বাড়ি গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে পড়নের ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘরের দরজা ভেঙ্গে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে। ততক্ষণে সে মারা গেছে।
কোদালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত ছাত্রীর চাচাত ভাই মাকসুদুল আমিন বলেন, জিপিএ-৫ না পেয়ে আমার চাচাত বোন মোছাব্বিন রহমান বর্ষা আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মুহা. এমদাদ হোসাইন বলেন, মোছাব্বিন রহমান বর্ষার আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
গোসাইরহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال