SSC পরিক্ষার ফলাফল প্রকাশ



সকল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২০ পোস্টে আপনাকে স্বাগতম, আজ ৩১ মে রবিবার বেলা ১১ টার পর প্রকাশ করা হয় ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। একইসাথে মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২.৮৭ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।  গতবার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও  জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।

আজ ৩১ মে রোজ রবিবার সকাল ১০ টায়,  এসএসসি-সমমান  রেজাল্ট এর পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম উদ্বোধন করে সংক্ষেপে ফল ঘোষণা করেন। তারপর দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন।দেশের ইতিহাসে এবার প্রথম, রেজিস্ট্রেশনকৃত মোবাইলের মেসেজে রেজাল্ট  দিয়েছে সকল বোর্ড। পাসের হারে এবারো এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১.৬৩ %, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪.১০% পাস করেছে।

এবার এসএসসি ফল এর বিস্তারিত=>
  • শুধুমাত্র এসএসসিতে ০৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার৮৩.৭৫ ও ও জি পি এ ৫  পেয়েছে — জন শিক্ষার্থী।
  • মাদ্রাসা বোর্ডে দাখিলের পাশের হার  ৮২.৫১ ও জি পি এ ৫  পেয়েছে —- জন শিক্ষার্থী।
  • কারিগরি বোর্ডের পাশের হার৭২.৭০ ও জি পি এ ৫  পেয়েছে —-জন শিক্ষার্থী।
  • রাজশাহী বোর্ডের পাশের হার৯০.৩৭ ও জি পি এ ৫  পেয়েছে২৬,১৬৭ জন শিক্ষার্থী।
  • ঢাকা বোর্ডের পাশের হার ৮২.৩৭ও জি পি এ ৫  পেয়েছে ৩৭,৭৬৮জন শিক্ষার্থী।
  • যশোর বোর্ডের পাশের হার৮৭.৩১ ও জি পি এ ৫  পেয়েছে১৩,৭৭৪ জন শিক্ষার্থী।
  • কুমিল্লা বোর্ডের পাশের হার৮৫.২২ ও জি পি এ ৫  পেয়েছে১০,২৪৫ জন শিক্ষার্থী।
  • সিলেট বোর্ডের পাশের হার৭৮.৭৯  ও জি পি এ ৫  পেয়েছে৪,২৬৩ জন শিক্ষার্থী।
  • দিনাজপুর বোর্ডের পাশের হার৮২.৭৩ ও জি পি এ ৫  পেয়েছে১২,০৮৬ জন শিক্ষার্থী।
  • চট্টগ্রাম বোর্ডের পাশের হার৮৪.৭৫ ও জি পি এ ৫  পেয়েছে৯,০০৮ জন শিক্ষার্থী।
  • বরিশাল  বোর্ডের পাশের হার৭৯.১০ ও জি পি এ ৫  পেয়েছে৪,৪৮৩ জন শিক্ষার্থী।
  • ময়মনসিংহ বোর্ডের পাশের হার৮০.৩১ ও জি পি এ ৫  পেয়েছে৭,৪৩৪ জন শিক্ষার্থী।
  • বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৪.৫৪ । মানবিকে ৭৬.৩৯ ও ব্যবসায় ৮৪.৮০ শতাংশ শিক্ষার্থী। 

Post a Comment

কেমন লেগেছে পোস্টি? কমেন্টে জানান
website এ ১০ হাজার ++ বই আপলোড করা আছে,
Download কোনো সমস্যা হলে দ্রুত আমাকে কমেন্ট জানান, or msashohayeb12@gmail.com
করুন

Previous Next

সার্চ করুন ইচ্ছেমতো

Search results

نموذج الاتصال