- বইয়ের নামঃ আসহাবে রাসুল সিরিজের ১০ম বই
- খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর ১০০ ঘটনা।
- লেখকঃ কাজী আবুল কালাম সিদ্দিক।
হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। অসীম বাহাদুরি,অনুপম সাহসিকতা,উপস্থিত বুদ্ধি ও অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়।ইসলাম গ্রহণের আগে ওহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি।
ইসলাম গ্রহণের পর তিনি মাত্র ১৪ বছর বেঁচে ছিলেন।মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায়।তার রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসূলুল্লাহ (সাঃ) তাকে 'সাইফুল্লাহ'অর্থাৎ আল্লাহর তরবারী উপাধিতে ভূষিত করেন।তিনি যখন কাফের ছিলেন তখন রাসূলুল্লাহ (সাঃ) তার জন্য ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন।তিনি বলতেন,"হে আল্লাহ,খালিদ ইবনে ওয়ালিদ,সালমা ইবনে হিশাম এবং দুর্বল মুসলমানদেরকে কাফেরদের হাত থেকে মুক্তি দান করুন।"এ দোয়ার বরকতে আল্লাহর রহমতে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ইসলাম গ্রহণ করেন।
হযরত খালিদ (রাঃ) ইসলাম গ্রহণের পর বিভিন্ন কাজ করেছেন।যেমন-মুতার যুদ্ধে বীরত্ব প্রদর্শন, ভণ্ডনবীর দমন,যাকাত অস্বীকারকারীকে দমন।তিনি তার জীবনকালে প্রায় ১০০ বা তার বেশী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।খালিদ (রাঃ) তার যুদ্ধে এতটাই ক্ষিপ্র ছিলেন যে হযরত ওমর (রাঃ) বলেছিলেন যে,"খালিদের তরবারিতে রুক্ষতা বেশি।
ওমর (রাঃ) এর খেলাফতকালে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) কে কয়েকবার সাংবিধানিক কারণে অপসারণ করা হয়।কারণ লোকেরা মনে করত যে খালিদ বিন ওয়ালিদ (রাঃ) যেখানে যেত সেখানেই বিজয় পেত।এক্ষেত্রে ওমর (রাঃ) ফিতনার আশংকা করলেন।
তিনি তাকে অপসারণ এর মাধ্যমে বোঝাতে চাইলেন যে মূলত বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং মুসলমান যেখানেই যাবে সেখানেই আল্লাহর রহমতে বিজয় পাবে।যখন খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনি বলেছিলেন,"মৃত্যুর অন্বেষণ করা যায় এমন সকল জায়গায় আমি অন্বেষণ করেছি কিন্তু তাকদিরের ফয়সালা ছিল যে আমার বিছানাতেই আমার মৃত্যু হবে।"তিনি মৃত্যুকে আলিঙ্গন করার সময় হলে তিনি অসিয়ত লেখাতে শুরু করেন।
আপনারা কি জানেন তিনি কি সম্পত্তি রেখে যাচ্ছেন?তার সম্পত্তি ছিল একটি ঘোড়া আর কিছু অস্ত্র!আমিরুল মুমিনিন ওমর (রাঃ)খালিদের মৃত্যুর শোক প্রকাশ করে যে কথাগুলো বলেছিলেন,আমরাও সেই কথাগুলি বলছি,"আল্লাহ আবু সুলাইমান খালিদের ওপর রহম করুন।তিনি যে অবস্থায় ছিলেন আল্লাহর কাছে তার থেকে উত্তম কিছু নেই।তিনি জীবনে প্রশংসিত এবং মরনে সৌভাগ্যবান।
(এই বইটিকে তার ১০০ ঘটনার চেয়ে তার জীবনী বললে বেশি ভালো হয়)